• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে নতুন ধারাবাহিক ‘জেনারেশন জেড’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০২:২৭ পিএম
আসছে নতুন ধারাবাহিক ‘জেনারেশন জেড’
‘জেনারেশন জেড’ পোস্টার। ছবি: নির্মাতা সৌজন্যে

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় আসছে নতুন ধারাবাহিক꧟ নাটক ‘জেনারেশন জেড’। পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিকটি পরিচালনা করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল🦩নকে নিয়েই নাটকের গল্প। নতুন প্রজন্ম আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে হটিয়েছে। এই জেনারেশনকে বলা হয় জেন জেড।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এ নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জেডরা। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি, আনন্দ, ভালেবাসা ও টানাপোড়নের সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ🥂্রণে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে।’

আগামীꦏ ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রডাকশন হাউ𓆉স। শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

Link copied!