বিশ্বে প্রথম রেলপথ থেকে তৈরি হবে সৌরবিদ্যুৎ
রেললাইন বিছানো থাকে সমান্তরালে। আর দুই লাইনের মধ্যে থাকে যথেষ্ট ফাঁকা জায়গা। যেখানে বসানো যেতে পারে সৌর প্যানেল। আর তাতে ট্রেন চালকের কোনো সমস্যাও হবে না। এই ভাবনাটা আসলে ইউরোপীয় স্টার্ট-আপ কোম্পানি সান-ওয়েজের সহ-প্রতিষ্ঠাতা ব্যাপ্টিস্ট ড্যানিশার্টের।তার সেই ভাবনা অনুযায়ী, সান-ওয়েজ এক নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছে। যা ‘কার্প𝔉েটের’ মতো