৪ দিন ধরে ভূমিকম্পে কাঁপছে দ্বীপটি, বাসিন্দাদের সরানো হচ্ছে বিমানে
চার দিন ধরে ভূমিকম্পে কাঁপছে পর্যটন দ্বীপ সান্তোরিনি ও এর আশপাশের অঞ্চল। এর ফলে গ্রিসের বিখ্যাত ওই পর্যটন দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ফেরির পাশাপাশি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছ⭕ে দেশটির সরকার।শুক্রবার থেকে এজিয়ান সাগরের আগ্নেয় দ্বীপ সান্তোরিনি ও আমোরগোসে একাধিক ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ফলে কর্তৃপক্ষ সান্তোরিনি এবং আশপাশের আইওস,