• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বায়ুদূষণ কমাতে নির্মাণকাজ বন্ধ, স্কুল চলবে অনলাইনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:২৬ এএম
বায়ুদূষণ কমাতে নির্মাণকাজ বন্ধ, স্কুল চলবে অনলাইনে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ঘিরে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে তাই আরও কড়াকড়ি আরোপ করা হচ𝔉্ছে। বাতাসের꧑ গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দূষণ মোকাবিলায় সকাল ৮টা থেকেই কার্যকর হত❀ে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায়।

আনন্দবাজার পত্রিকা জাꩵনিয়েছে, এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণের কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। কমে যাবে বাসের সংখ্যাও। 

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, পরবর্তী সিদ্ꦗধান্ত না জানানো পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পাঠদান চলবে।

কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি

১. এখনই প্রয়োজনীয় নয়, এমন সব নির্মাণকাজ কিংবা কোনও ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং꧋ কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।

২. বিএস ৩-এর নিচে থাকা পেট্🌜রল গাড়ি এবং বি𒁏এস ৪-এর নিচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডায়।

৩. নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলও। আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে বৈদ্যুতিক, সিএনজি এবং ডিজে়ল চালিত বিএস ৬ বাꦺস ছাড়া অন্য কোনও বাস চ♋লাচল করবে না।

৪. একমাত্র༺ অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজ়েল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে।

৫. জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তജায় ধুলা নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে।

দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার আগরায় ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে তাজমহলের প্রবেশদ্বার থেকে সৌধ দেখা যাচ্ছিল না। দিল্লিতেও ছিল ধোঁয়াশার ঘন꧟ চাদর। এই অবস্থায় শুক্রবার থেকে একাধিক কড়াকড়ি জারি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক পৌঁছে ছিল ৪২৮-এ। দিল্লিতে দূষণ যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে জꦇিআরএপি ৩ জারি꧋ করা হবে কি না–তা নিয়ে গত কয়েক দিন ধরেই চর্চা চলছিল।

এদিন সকালে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন, এখনই জিআরএপি ৩ জারি করা হবে না। তবে বিকেলে দিল্লির বাতাসের মান বিষয়𝔉ক কমিশন (সিএকিউএম) জানিয়ে দিয়েছে, শুক্রবার সকা𓃲ল ৮টা থেকে জিআরএপি ৩ কার্যকর হয়ে যাবে। 

Link copied!