• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণায় পাকিস্তানের চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:১২ পিএম
একসঙ্গে তিন সিরিজের দল ঘোষণায় পাকিস্তানের চমক
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

যা কোনো দেশ এর আগে করেনি, সেটাই করলো পাকিস্তান।𝐆 দারুণ এক চমক দেখালো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকমন্ডলী। একই সঙ্গে তারা দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তি🐷ন ফরম্যাটের দল ঘোষণা করেছে।

অস্ট্রেলি🍨য়া সফর শেষে জিম্বাবুয়ের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলেছে পাকিস্তান। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণ তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। ไদলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

আসন্ন সিরিজে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে মুখোমুখﷺি হবে। টি-টোয়েন্টি দিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফর চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

এদিকে, টেস্ট স্কোয়াড থেকে শাহিনের বাদ পড়া হয়তো কোনো ইঙ্গিতই দিচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচ🌟ে হারের পর তিনি বাদ পড়♎েন লাল বলের স্কোয়াড থেকে। বাবর-নাসিমরাও অবশ্য তার মতোই বাদ পড়েন সেই সিরিজে, তবে প্রোটিয়ারদের বিপক্ষে তিন ফরম্যাটেই থাকছেন এই দুই তারকা। ২০২২ সালে হাঁটুর ইনজুরি কাটিয়ে ফেরার পর টেস্টে ধার কমেছে শাহিনের। এরপর ৬টি টেস্টে ৪৫.৪৭ গড়ে তিন ১৭টি উইকেট নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান স্কোয়াড হলো;

টেস্ট : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আ𒆙ব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, 🐻সাইম আইয়ুব, সালমান আলি আগা।

ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শ🔜াহ, সাইম আইয়ুব, সালমান আলি আগ💝া, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

টি-টোয়েন্টি : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, ম𒀰োহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মꦫুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

Link copied!