পোল্যান্ডকে হারিয়ে শেষআটে রোনালদোর পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে বড় জয় পেয়েছে পর্তুগাল। শুক্রবার রাতে উয়েফা নেশন্স লি🐼গ ফুটবলের এ১ গ্রুপের এক খেলায় পর্তুগাল ৫-১ গোলে হারিয়েছে সফরকারী পোল্যান্ডকে। এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপেরဣ শীর্ষে রইলো পর্তুগাল। সেই সঙ্গে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেল। পাঁচ বারের ব্যালন ডি`অর খেতাবজয়ী রোনালদো ছাড়াও রাফায়েল লিও,