মাত্র কয়েক দিন আগে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ‘বি’ গ্রুপের এক ম্যাচে ক্রিশ্চিয়ান⛄ো রোনালদোর আল নাসর ৩-১ গোলে আল গারাফাকে পরাজিত করেছে। এই জয়ে জোড়া গোল করে বড় অবদান রেখেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর খেতাবজয়ী রোনালদো।
আবারও জোড়া গোল করলেন ‘গোলমেশিন’ পর্তুগিজ তার♓কা। তবে এটা সৌদি আরবের প্রো ফুটবল লিগে। আল নাসর ২-০ গোলে দামাককে পরাজিত করেছে। রোনালদো দুই অর্ধেই একটি করে গোল করেন।
এই জয়ের ফলে আল নাসর লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তেফাক। ২৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। আর ২৫ পয়💧েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর।
চলতি বছরে রোনালদোর গোল সংখ্যা হলো ৪২🐎টি। তার ক্যারিয়ারের মোট গোল হলো ৯১৫টি।