সরকারি কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আম🌱িরাত।
শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ🍃 তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ঘোষণায় বলা হয়, সরকারি কর্মচারীরা আগামী ২ ও ৩ ডিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚ🧔ᩚᩚসেম্বর ঈদ আল ইতিহাদ ছুটি পালন করবে। আর আগামী ৪ ডিসেম্বর থেকে নিয়মিত কাজ শুরু হবে।
এদিকে, শারজাহতে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্রবা﷽র থেকে রোববার। আর সোম ও মঙ্গলবার ছুটি ঘোষণ𓆏া হওয়ায় সেখানে সরকারি কর্মীরা ৫ দিনের ছুটি পাচ্ছেন।
অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেসরকারি খাতের কর্মচারীদের জন্যও ২ এবং ৩ ডিসেম্বর ৫৩তম ঈদ আল ইতিহাদ উদযাপনে ছুটি দেওয♋়া হবে। ৪ ডিসেম্বর থেকে 🅠আবার কাজ শুরু হবে।