পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৩৮ জন নিহত হয়েছেন।🐭 এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিম🌃াঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুরর♕ম এ ঘটনা ঘটে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু আছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের স💦ংখ্যা আরও বাড়তে🌠 পারে।
খুররম জেলার প্রধান শহর পারাচিনারের বাসিন্দা জিয়ারত হুসেন টেলিফোনে রয়টার্সকে বলেন, সেখানে✤ দুটি যাত্রীবাহী বাস ছিল। একটি পেশোয়ার থেকে পারাচিনার ও অন্যটি ﷽পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। এমন সময়ে সশস্ত্র বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়।
এ ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে বাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ꦚেছেন।