• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এ আর রহমানের বিচ্ছেদের খবরের মধ্যে ডিভোর্সের ঘোষণা তার নারী সহযোগীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:০০ পিএম
এ আর রহমানের বিচ্ছেদের খবরের মধ্যে ডিভোর্সের ঘোষণা তার নারী সহযোগীর
এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু, মোহিনী দে। ছবি: সংগৃহীত

দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতীয় অস্কারজয়ী সুরকার ও সং𒁏গীতশিল্পী এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে হঠাৎ এই বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই পরই তার দলের বেসিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানালেন সামাজিক মাধ্যমে।

 ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টস﷽াচের সঙ্গে যৌথ পোস্টে ব🅰িচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। 

মোহিনী গিটার বাদক, স্বামী মার্ক সুরকার। তাই দু’জনের কর্মক্ষেত্র একই। বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহি𒁏নী।

যৌথ পোস্ট দিয়ে তারা লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই, এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্য🔯মে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।  বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতেꦰ রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’

জীবনের এমন একটা স্প༺র্শকাতর মুহূর্তে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাক সেটাই চাইছেন মোহিনী।

কলকাতার মেয়ে মোহিনী এ আর রহমানের সঙ্গে প্রায় ৪০টির বেশি অনুষ্ঠানে কাজ করেছেন। এꦗ ছাড়াও তিনি বাংলাদে♛শের ‘গান বাংলা’ সিরিজ়ের সঙ্গে যুক্ত ছিলেন।

Link copied!