• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আট বছরের সম্পর্কের ইতি টানলেন মল্লিকা শেরওয়াত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০১:৪৫ পিএম
আট বছরের সম্পর্কের ইতি টানলেন মল্লিকা শেরওয়াত
মল্লিকা শেরওয়াত।

ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্য💯ানসের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টানলেন বলিউড নায়িকা মল্লিকা শেরওয়াত। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।

বিচ্ছেদের কারণ হিসꦑেবে জানিয়েছেন, তিনি ভরসা ꩵকরতে পারছেন না। বলেছেন, “সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল।”

আনন্দ বাজার পত্রিকা জানায়, ২০১৬ থেকে ২০২৪— আট বছর সম্পর্কে ছিলেন সিরিল-মল্লিকা। ফরাসি ব্যবস𒊎ায়ীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সমস্ত সাক্ষাৎকারে তিনি একটাই কথা জানাতেন, তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

সম্প্রতি মল্লিকা ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিও’ ছবি দিয়ে বলিউডে ফিরে আসেন। এর পরেই একাধিক সাক্ষাৎকারে মল্লিকা জানান, তিনি একা। প্রেম ভেঙেছে তার। সাংবাদিকদের এটাও বলেন, “আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাত﷽ে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা আমি।”

মল্লিকা জানিয়েছেন, তি🐻নি বিয়েতে বিশ্বাস করেন না এমন নয়। কিন্তু এখনই তিনি এ সব বিষয়ে উদাসীন। তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জ𓃲ড়ানো নিয়েও কোনো পরিকল্পনা নেই তার।

Link copied!