প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে একটি সিনেমা। এ🎶তে নায়ক হিসেবে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। এমন খবর জানিয়েছে ভারতীয় গণ𝓰মাধ্যম।
সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা মা💎নসমুকুল পাল। এতে মিঠুনের বিপরীতে কাজ করবেন বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমি। তবে সিনেমাটি হুমায়ূন আহমেদের কোন গল্প নিয়ে নির্মিত হবে, বা সিনেমার নাম কী হবে সে বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে দেননি নির্মাতা।
জানা গেছে, চিত্রনাট্য লেখার কাজ শুরু করার আগেই নির্☂মাতা আসবেন বাংলাদেশ ভ্রমণে। তিনি নিজে হুমায়ূন আহমেদের উপন্যাসে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখবেন। তারপরই চিত্রনাট্য লেখার কাজ শুরু করব♓েন।
এ প্রসঙ্গে নির্মাতা মানসমুকুল বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি, তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ൩ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সে জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চি🎀ত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’
তিনি আরও জানান, সিনে♊মার অনেকটা শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে না। এ নির্মাতার হাতে বর্তমানে আরও তিনটি সিনেমার কাজ রয়েছ𒁃ে। সেগুলো শেষ করে তবেই তিনি নতুন সিনেমার কাজে হাত দেবেন।