ভারতের দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই গুরুতর সমস্যার মুখে সরকারি কর্মীদের একটি অংশকে বাড়ি থেকে কাজ করবে বলে সিদ্ধান♈্ত নিয়েছে স🧸রকার। আগামী বুধবার থেকে ৫০ শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন বলে জানানো হয়েছে।
এক ঘোষণায় দিল্লি সরকারের মন্ত্রী গোপাꦉল রায় জানান, দূষণ কমাতে দিল্লি সরক🌜ার হোম অফিসের সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ কর্মচারী বাসা থেকে কাজ করবেন।
এর আগেও দিল্লির দূষণ কমাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছিল সরকার। শহরটির সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ ঘোষ💧ণা করা হয়েছে। পাশাপাশি বিএস ৩-এ🍃র নিচে থাকা পেট্রলচালিত গাড়ি ও বিএস ৪-এর নিচে থাকা ডিজেলচালিত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সর্বশেষ বুধবার (২০ নভেম্বর) এয়ার কোয়ালিট✤ি ইনডেক্সে দেখা গেছে, দিল্লির দূষণ স্কোর ৬১৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগ🐈পূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। গত শুক্রবার থেকে দিল্লির বায়ুর মান বিপজ্জনক অবস্থায় আছে। এই অবস্থায় নতুন সিদ্ধান্ত নিল সরকার।