• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতের ট্রেন্ড শাড়ির সঙ্গে সোয়েটশার্ট ও স্নিকার্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৯:৩২ পিএম
শীতের ট্রেন্ড শাড়ির সঙ্গে সোয়েটশার্ট ও স্নিকার্স
সূত্র: সংগৃহীত

মৌসুমের বদল হয়, ফ্যাশনেও বদল হয়। ট্রেন্ডে আসে নতুন ফ্যাশন। পোশাকের ট্রেন্ড তো বদলাতেই থাকে। যেমন এবার শাড়ির ফ্যাশনে এসেছে নতুন বদল। সাধারꦏণত ব্লাইজ আর হাইহিলের সঙ্গে পরা হয় শাড়ি। সেই জায়গায় জুড়ে বসেছে শীতের সোয়েটশার্ট আর স্নিকার্স। তরুণদের ফ্যাশনে সম্প্রতি যুক্ত হয়েছে এই নতুন ট্রে🌃ন্ড।

শাড়ি, সোয়েটশার্ট, স্নিকার্স—তিনটি পোশাকই একে অন্যের থেকে ভিন্ন। আর এই ভিন্ন পোশাকই এখন 🐽একত্রে হয়েছে ফ্যাশনে। যা রীতিমতো ট্রেন্ডে রয়েছে। শীতের মৌসুমে শাড়ির সঙ্গে ব্লাউজের জাಞয়গা করে করে নিয়েছে সোয়েটাশার্ট। আর হাইহিলের স্থানে এসেছে স্নিকার্স। এই আউটফিট অনেক বেশি আরামদায়ক। তাই তরুণীদের ওয়াবড্রবে সহজেই জায়গা করে নিয়েছে এই তিন পোশাক।

শীত এলেই সোয়েটশার্ট পরার ধুম পরে। হালকা ঠানꦐ্ডায় আরাম দিতে এটিই যথেষ্ট। তাই সোয়েটশার্টের সঙ্গে শাড়িকে বেছে নিচ্ছেন ফ্যাশনিস্তরা। সলিড রঙের সোয়েটশার্টের সঙ্গে যেকোনো শাড়িই মানিয়ে যায় সহজেই। এতে ঠান্ডাও প্রতিরোধ হয়। আবার স্টাইলিশও থাকা যায়।

কেমন সোয়েটশার্ট বেছে নিবেন? আগের দিনে সাধারণত শীতের সময় উলের ব্লাইজ🍨ের সঙ্গে শাড়ি পরা হতো। সেই স্থানেই এখন জনপ্রিয়তা পেয়েছে সোয়েটশার্ট। নতুন প্রজন্ম উলের🌳 ব্লাউজ়ের বদলে বেছে নিচ্ছেন সোয়েটশার্টকে। হালকা রঙের সোয়েটশার্টের সঙ্গে দিব্যি মানিয়ে যাচ্ছে গাঢ় রঙের সুতির শাড়ি। আবার গাঢ় রঙের সোয়েটশার্ট হলে পরছেন হালকা রঙের শাড়ি। এতে ব্লাউজের আঁটসাঁট ভাব থেকেও রেহাই পাওয়া যায়। শাড়ি পরেও আরামবোধ হয়।

সোয়েটশার্ট 🍒ও শাড়ির সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে স্নিকার্স। শাড়ি পরে অনেকেই হাঁটতে হোঁচট খান। স্নিকার্স পরলে সেই চিন্তা একেবারেই নেই। তাছাড়া হাই-হিল জুতো পায়ের জন্যও ক্ষতিকর। পা খোলা জুতোতে ট্যান পড়ার শঙ্কা থাকে। তাই শীতকালে উপযুক্ত পছন্দ স্নিকার্স। কারণ স্নিকার্সের সোল যেন নরম ও আরামদায়ক হয়। তাই শাড়ির সঙ্গে দিব্যি আরাম দেয়। হালকা রঙের স্নিকার্স রাখতে পারেন পছন্দের তালিকায়। কারণ এটি যেকোনো শাড়ির সঙ্গেই মানিয়ে যায়। শীত ফ্যাশনের নতুন এই ট্রেন্ডে আপনিও যুক্ত হতে পারেন। আর হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্তা।

Link copied!