• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতের ফ্যাশনে ওভারকোট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৭:১৮ পিএম
শীতের ফ্যাশনে ওভারকোট
সূত্র: সংগৃহীত

শীতের ফ্যাশনে  ওভারকোট অত্যন্ত জনপ্রিয়। শুধু শীত থেকে রক্ষা পেতেই নয়, বরং স্টাইল এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও জনপ্রিয়  ওভার🎀কোট। এটি পোশাকের একটি স্টাইলিশ লেয়ার হিসেবে কাজ করে। যা আপনার স্টাইলকে আরও পরিপূর্ণ করে তোলে। প্রতিটি ডিজাইন এবং স্টাইলের  ওভারকোটের মধ্যে একটি নিজস্ব আকর্ষণ রয়েছে। যা শীতের সময় আপনাকে ফ্যাশনেবল রাখবে। সঠিক রঙ, টেক্সচার এবং অন্যান্য অ্যাক্সেসরিজের সঙ্গে মিলিয়ে ওভারকোট পরলে শীতের নিজেকে স্টাইলিশভাবে উপস্থাপন করা যায় সহজেই।

 ওভারকোটের ইতিহাস বেশ পুরনো। এটি মূলত সামরিক পোশাক হিসেবে ব্যবহৃত হত। সময়ের সঙ্গে সঙ্গে এটি সাধারণ মান🐓ুষের ফ্যাশনের অংশ হয়ে উঠে। প্রথম দিকে, ওভারকোট ব্যবহৃত হতো শীতে  শরীরের 🍌তাপমাত্রা স্বাভাবিক রাখতে। যদিও পরে আধুনিক ফ্যাশনের যুগে এটি স্টাইল আইটেম হয়ে উঠে। ইউরোপ এবং আমেরিকায় এই পোশাক জনপ্রিয় হতে শুরু করে ১৮ শতকের শেষের দিকে। এরপর থেকে,  ওভারকোটে বিভিন্ন ডিজাইন যুক্ত হয়। ধীরে ধীরে এটি শীতকালীন পোশাকের অঙ্গ হয়ে উঠেছে।  ওভারকোটের অনেক ধরনের ডিজাইন রয়েছে। যেমন_

ডাবল ব্রেস্টেড ওভারকোট

এটি শীতকালীন ফ্যাশনের অন্যতম জনপ্রিয় ডিজাইন। দুইটি সারি বোতাম থাকে। যা একে আরও স্মার্ট ও পরিপূর্ণ দেখায়। এই ধরনের কোটগুলো সাধারণত দীর্ঘ হয় এবং কোমরের ওপর ফিট থাকে। যা শরীরের আকৃতিকে আরও সুন্দরভাবে ফুটিღয়ে তোলে।

ট্রেঞ্চ কোট

এই  ওভারকোট পুরুষ অথবা নারী উভয়ের কাছেই বেশ জনপ্রিয়। এটি হালকা হয় এবং তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে মানানসই। তবে শীতের সময়ে একে স্যুট করা যায়। ট্রেঞ্চ ক⛄োটগুলো সাধারনত কোমরের কাছে বেল্টসহ তৈরি হয়, যা ফ্যাশনেবল এবং খুবই কমফোর্টেবল।

পার্কা কোট

শীতকালে, বিশেষ করে তীব্র ঠান্ড♐ার সময়, পার্কা কোট একটি আদর্শ পছন্দ। এই ধরনের কোটগুলো খুবই ফ্যাশনেবল এবং একে সাধারণত তাপমাত্রা বজায়🎐 রাখার জন্য তৈরি করা হয়। এর মধ্যে হুডি, স্যুটেড ফ্যাব্রিক এবং ফ্লিস লাইনিং থাকে। যা শীতের সময় খুবই উপযোগী।

ওভারসাইজড কোট

আধুনিক ফ্যা𓆉শনে ওভারসাইজড কোট খুবই জনপ্রিয়। এই ধরনের কোটগুলো আরও ড্র্যাপি এবং লুজ থাকে। যা একটি ক্যাজুয🌟়াল, অথচ স্টাইলিশ লুক তৈরি করে। এর মধ্যে সাধারণত ফ্লিপ ওভার কলার থাকে এবং এর ডিজাইন অত্যন্ত স্টাইলিশ।

ক্যাপলিন হুডেড কোট

শীত𝔉কালে হুডের সাহায্যে মাথা এবং কানের নিরাপত্তা দেওয়া যায়। ক্যাপলিন হুডেড কোটগুলো সাধারণত স্নাগ ফিট এবং হালকা হলেও শীতের জন্য আদর্শ।

ওভারকোর্টের সঙ্গে অন্যান্য পোশাকের সমন্বয়

শীতের ফ্যাশনে ওভারকোর্টের সঙ্গে অন্♌যান্য পোশাকের সমন্বয় গুরুত্বপূর্ণ। যেমন_

সুইটার এবং শার্ট

শীতকালে  ওভারকোটের নিচে সাধা🌞রণত সুইটার, সোয়েটার বা শার্ট পরা হয়। এসব পোশাক শরীরের🐓 তাপ বজায় রাখতে সাহায্য করে এবং আরও স্টাইলিশ দেখায়।

জিন্স বা ট্রাউজার্স

ওভারকোর্টের সঙ্গে যেকোনো ধরনের প্যান্ট পরা যায়। বিশেষত, জিন্স বা ফিটেড ট্রাউজার্সের সঙ্গে এটি খুবই ভালো মানায়। এর পাশাপাশি, 🧜হালকা জুতাও পরা যায়।

বুটস

শীতের পোশাকের সঙ্গেও বুটসের এক অসাধারণ সংমিশ্রণ ঘটে। এটি শীতের মধ্যে আরামদায়ক এবং ফ্যাশনেবল হয়। উঁচু হিলের বুটস অথবা সাধারণ ♏হালকা বুটস যে কোনো ধরনের  ওভারকোটের সঙ্গে মানানসই।

শীতের ফ্যাশনে  ওভারকোটের রঙ এবং টেক্সচার কেমন হবে

শীতকালে  ওভারকোটের রঙ এবং টেক্সচার খুবই গুরুত্বপূর্ণ। স🎀াধারণত শীতের জন্য গাঢ় এবং নিউট্রাল রঙ যেমন নেভি ব্লু, ব্ল্যাক, গ্রে, ব্রাউন এবং খাকি রঙের কোট বেশি পছন্দ করা হয়। তবে, ভিভিড রঙের বা প্যাটার্নড  🅠;ওভারকোটও আধুনিক ট্রেন্ডে চলমান। ওভারকোর্টের টেক্সচারেও বৈচিত্র্য রয়েছে। উলের কাপড়, ফ্লানেল, কটন এবং স্যুটিং ফেব্রিক শীতকালে খুবই জনপ্রিয়। এসব কাপড় ঠান্ডা থেকে রক্ষা করার পাশাপাশি স্মার্ট লুক দেয়।

Link copied!