• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মোবাইলের বাক্স ফেলে দেবেন না যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৪৩ পিএম
মোবাইলের বাক্স ফেলে দেবেন না যে কারণে
ছবি: সংগৃহীত

অনেক শখ করে মোবাইল কেনে অনেকেই। বাসায় এসে মোবাইল বাক্স থেকে মোবাইল বের করে বাক্সটি ফেলে দিলেন। কারণ আপনার কাছে মোবাইলটিই গুরুত্বপূর্ণ, বাক্সটি নয়। কিন্তু ✅জানেন কি আপনার পছন্দের মোবাইলটি যে বক্সে থাকে সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। কಌারণ যতদিন আপনার মোবাইলটি আপনার সঙ্গে থাকবে ততদিন বাক্সটি নানা কাজে লাগতে পারে। যেমন-

ඣআপনি যদি আপনার মোবাইলটি বিক্রি করতে চান তখনই বাক্সটি লাগবে। কারণ আপনি যেমন একটি সুন্দর প্যাকেজিংসহ পন্য কিনতে পছন্দ করেন তেমনি আপনার মোবাইলটি যে কিনতে আগ্রহী হবেন সেও চাইবে বাক্সসহ মোবাইলটি। তাই বাক্সটি ফেলে না দিয়ে রেখে দিন।

বাক্সে সিরিয়াল নম্বর এবং IMEI নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য ಌথাকে। এই তথ্য ওয়ারেন্টির সময়কালে মোবাইল মেরামতে🃏র জন্য প্রয়োজনীয়।

আপনার মোবাইলের বাক্সটি ব্যবহারের সময় ফোন এবং এর আনুষঙ্গিকগুলো রাখার একটি নিরাপদ জায়গা। এটি ডিভাইসটিকে ধুলো, স্ক্র্যাচ এবং অন্যান্য 🌌ক্ষতি থেকে রক্ষা করে।

অনেক ফোন বিশেষ সংস্করণ বাক্সে প্যাক করা হয়। আর এই বাক্সটি নিজেদের মধ্যে অনন্য এবং কিছু সময় পরে তারা মূল্যবান বিভাগেও পড়তে পারে। তাই বাক্স♛টি ফেলে দেবেন না।

Link copied!