শীত দ্রুত চুল শুষ্ক হওয়ার প্রবণতা♊ থাকে। শুষ্ক আবহাওয়া ও ধূলাবালি চুলকে করে তোলে রুক্ষ। আর খুসকির সমস্যা তো আছেই। তাই শীতের চুলের জন্য চাই বিশেষ যত্ন। আর চুলের যত্ন নিন ঘরে বসেই। চলুন চুলকে রুক্ষ হওয়া থেকে বাঁচাতে করণীয় গুলো জেনে নেই-
- বাসায় থাকা উপকরণ দিয়েই এসময় চুলের যত্ন নিতে পারেন। এক্ষেত্রে চুলে ডিপ কন্ডিশনিং করতে পারেন। কলা, অলিভ তেল মিশিয়ে কন্ডিশনিং মাস্ক তৈরি করতে পারেন। এটি প্রাণহীন চুলে আর্দ্রতা জোগাবে।
- যেহেতু শীতে আবহাওয়া বেশ খারাপ থাকে তাই সহজেই চুলে ধূলোবালি আটকায়। তাই নিয়মিত চুল ধুতে হবে। এক্ষেত্রে স্ক্যাল্পে শ্যাম্পু লাগাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চুল কখনও বেশি গরম পানি দিয়ে ধুবেন না।
- শরীর আর্দ্র থাকলে চুলের পিএইচএর ভারসাম্যও বজায় থাকবে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। তা ছাড়া এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন, যাতে হায়ালুরনিক অ্যাসিড ও গ্লিসারিন আছে। তা হলে শ্যাম্পু করার পরেও চুল নরম থাকবে।
- চুল ও মাথার ত্বকের পুষ্টি জোগাতে কার্যকর তেল। চুলের গোড়া মজবুত করতে এবং ঘন ও ঝলমলে রাখতে নিয়ম করে কুসুম গরম নারকেল তেল মালিশ করুন। তা ছাড়া এসেনশিয়াল অয়েলও চুলের জন্য ভাল।
- অনেকে আছেন বাইরে না গেলে চুল আঁচড়াতে চান না। কিন্তু জানেন কি, চুল নিয়মিত আঁচড়ালে মাথার রক্ত সঞ্চালন বাড়ে। এতে করে চুল ও চুলের গোড়া সুস্থ থাকে।