শীতের সময় খুশকির সমস্যা বেড়েই যায়। এই সময় অধিকাংশ মানুষেরই চুলে খুশকি হয়। কিন্তু কিছু কিছু মানুষ চোখের পাতায় খুশকির সমস্যাতেও ভোগেন। চোখের পাতার খুশকি খালি চোখে দেখা যায় না। বিশেষজ্ঞরা জানান, অত্যাধিক তেল বা ছত্রাকের সংক্রমণের কারণে চোখের পাতায় খুশকি হতে পা🌳রে। আবার সেবোরিক ডার্মাটাইটিস বা মাইট ইনফেস্টেশনের সমস্যার কারণেও এটি হতে পারে।
চোখের পাতায় খুশকি একটি জটিল সমস্যা। বিশেষ করে যারা লেন্স ব্যবহার করেন, তাদের জন্য এটি বেশ স্পর্শকাতর। তাই চোখের পাতায় খুশকি হলেই সাবধান হতে হবে। কারণ চোখের পাতায় খুশকি꧑ বড় রোগের ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা জানান, বিভিন্ন কꦰারণে চোখের পাতায় খুশকির সমস্যা বাড়তে পারে। এর মধ্যে আইলাইনার বা মাসকারা চোখে লাগিয়ে ঘুমানোর কারণেও এমনটা হতে পারে। এতে চোখের পাতা লাল হয়ে যায়। চোখ ফুলে যায়, চোখে চুলকানি হয়, চোখে ঝাপসা ভাব দেখা যায়। আবার চোখের পাতার কোনায় ফ্লেকের মতো তৈলাক্ত স্রাব দেখা যায়। চোখের পাতা একসঙ্গে জুড়ে থাকে এবং চোখ থেকে পানি পড়া শুরু হয়। এমন অবস্থায় সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন।
চোখের পাতার খুশকি থ𝔍েকে মুক্তি পেতে ঘরোয়া টোটকাও উপকারী। যেমন_ টি ট্রি অয়েল লাগিয়ে চোখের পাতার খুশকি দূর করা যাবে। একটি তুলোয় টি ট্রি অয়েল লাগিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। প্রতিদিন এটি ব্যবহার করুন। একইভাবে অলিভ অয়েল ব্যবহার করেও এই সমস্যা দূর হবে।
এছাড়াও অ্যালোভেরা জেল খুব উপকারী হবে। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এটি চোখের পাতার ওপর লাগিয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার ক🅺রুন। খুশকি দূর হয়ে যাবে। লেবুর রসও ব্যবহার করতে পারেন। লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে🔴 ফেলুন।
তবে মনে রাখবেন, কোনো বিশেষ রোগের কারণে চোখের পাতায় খুশকি হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে যেকোনো কিছু ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ন💮িন।