• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হঠাৎ অজ্ঞান রাকুল প্রীত, ভেস্তে গেল জন্মদিনের পার্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ১২:০২ পিএম
হঠাৎ অজ্ঞান রাকুল প্রীত, ভেস্তে গেল জন্মদিনের পার্টি
অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি  ওয়ার্ক আউট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন এই নায়িকা। নিজের জন্মদিনে (১০ অক্টোবর) টের পেলেন ইনজুরির ভয়াবহতা। গতকাল হিন্দুস্তান টাইমসকে রাকুল জানান, সে﷽দিন সন্ধ্যা নাগাদ শুরু হয় ভয়ানক যন্ত্রণা। নিজের পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে পারছিলেন না তিনি। ব্যথায় জ্ঞানও হারিয়ে ফেলেন, কমে যায় রক্ত সঞ্চালন। ভেস্তে যায় জন্মদিনের পার্টিও।

অভিনেত্রী বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছিল জ্যাকি (স্বামী জ্যাকি ভাগনানি)। দুর্ভাগ্যের বিষয়, পার্টিটা হয়নি। কারণ পা✤র্টি শুরুর এক ঘণ্টা আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।’

 

 

এই দুঃসময়ে স্বামীকে ছায়ার মতো পাশে পেয়েছেন রাকুল। তার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি, ‘শারীরিক অসুস্থতায় শুধু সেবা ক♛রাটা মুখ্য নয়, মানসিক সাপোর্টও এ সময় খুব দরকার। জ্যাকি সেটা দারুণভাবে করেছে। সারাক্ষণ আমার পাশে থেকেছে, আমাকে সাহস দিয়েছে।’

এখনো রাকুল সুস্থ হননি।🤪 পুরোপুরি সুস্থ হতে এখনো আরো সময় লাগবে।  আশা করছি, দুই সপ্তাহ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’

বর্তমানে রাকুলের হাতে আছে তামিল ছবি ‘ইন্ডিয়ান ৩’ ও হিন্দি ‘দে দে পেয়ার দে ২’। ছবিগুলোতে তার সঙ্গে༺ অভিনয় করছেন কমল হাসান ও অজয় দেবগণ।

Link copied!