মুন্সীগঞ্জের শ্রীনগরে 🐎ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তৌহিদ শেখ তন্ময় (২৮) নামের অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সকালে ঢ🌳াকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর তল্লাশি করে রিভলবারটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম তৌহিদ শেখ 🉐তন্ময় (২৮)। তিনি রাজধানীর ওয়ারী এলাকার বাসিন্দা।
নিহত তরুণীর নাম শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার। তিনি ময়মဣনসিংহের কোতয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনিও পরিবারের সঙ্গে ওয়ারী এলাকায় থাকতেন।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার ইনচার্জ মো. ইশতিয়াক রাসেল জানান, তৌহিদকে নিয়ে তরুণী🦩র লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক 🧸জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
এর আগে শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে শ্রীনগর🐭 থানায় হত্যা মামলা করেন।