জয় বাংলার ব্যাট হাতে রকিবুল হাসানের দুর্জয় গল্প
রকিবুল হাসান ব্যাট হাতে বার বার জ্বলে ওঠা সত্ত্বেও বাঙালি ক্রিকেটার বলে অবহেলা করে দূরে সরিয়ে রাখা হয়েছিল তাকে। কিন্তু আন্তর্জ✃াতিক একাদশের বিরুদ্ধে সেই ঐতিহাসিক টেস্টের আগের মৌসুমে তিন তিনটি দর্শনীয় শত রান করে নিজের টেস্ট খেলার দাবি জোরালো করেন তিনি। এমন ঈর্ষনীয় পারফরম্যান্সে একমাত্র বাঙালি ক্রিকেটার হিসেবে টেস্ট দলে