টেলিস্কোপে ৪ গ্রহের চমৎকার দৃশ্য, পর্যবেক্ষণে যা উঠে এলো
চলতি জানুয়ারির সন্ধ্যার আকাশে একে একে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা নামে খ্যাত ‘শুক্র’। সূর্য🎃ের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই পশ্চিম ꧂দিগন্তের ওপরে এ গ্রহকে দেখা যায়। এরপর ধীরে দেখা মেলে ‘বৃহস্পতি’র। আমাদের মাথার উপরেই এই গ্রহের অবস্থান। ‘শুক্র’র সামান্য নিচে ‘শনি’ দৃশ্যমান হয়। আর ‘মঙ্গল’র দেখা মেলে আরও কিছু পরে আকাশের