• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ কে এই জেভিয়ার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০১:৪৭ পিএম
সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ কে এই জেভিয়ার?

সমাজমাধ্যমে বিপুল জনপ্রিয় তিনি। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম খুললেই কোনো না কোনো মিমে তার মুখ এক বার না এক বার দেখা যাবেই। সমাজমাধ্যমে তিনি পরিচিত জেভিয়ার নামে। কিন্তু তিনি কে, কোথায় থ🐻াকেন, কী করেন— তা বেশির ভাগ মানুষেরই অজানা।

ফেসবুক-ইন💦স্টায় তাকে নিয়ে মিম ছেয়ে 🔯গেলেও সাধারণ মানুষের কাছে জেভিয়ার এখনও এক রহস্যময় ব্যক্তি।

এক প্রতিবেদনে আনন্দবাজ🤡ার জানিয়েছে,জেভিয়ারের আসল ജনাম পাকালু পপিতো। মিম নির্মাতা পাকালু অবশ্য জেভিয়ার নামেই পরিচিত।

জানা গেছে, পাকালু ভারতীয় বংশোদ্ভূত। দীর্ঘদিন মিনেসোটার মিনিয়াপোলিসে থাকেন। আর ভারতে ফিরে আসেননি। মিনিয়াপ🌌োলিসে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন পাকালু।

লাজুক প্রকৃতির পাকালু ২০১৩ সালের জুলাই মাসে টুইটারে (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট খোলেন। একের পর এক মজার টুইট পোস্♔ট করা শুরু করেন। তার পোস্টগুলি দ্রুত ভাইরাল হতেও শুরু করে।

সাড়া পাচ্ছেন দেখে✨ ফেসবু🅺কেও অ্যাকাউন্ট খোলেন তিনি। সেখানেও মজার মজার পোস্ট করতে শুরু করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে টুইটারে যোগ দিয়েছিলেন পাকালু। পাকালুর বন্ধুরা চ্যালেঞ্জ করেছিলেন, টুইটারে যদি তার পাঁচ হাজার ফলোয়ার হয়, তা হলে ত🃏াকে ১০ হাজার ডলার দেবেন তারা।

২০১৫ সালে টুইটারে পাকালুর ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ লাখ। ফেসবুকে ফলোয়ারের সংখ൲্যা ৫ লাখের গণ্ডি ছাড়িয়ে যায়। বন্ধুদের সঙ্গে ধরে জেতা বাজির টাকায় একটি গ্যাস স্টেশন কিনে ফেলেন পাকালু।

তবে🍃 কোনো কারণে তার ওই দুটো অ্যাকাউন্টই ব্লক করে দেওয়া হয়েছিল। কিন্তু তত দিনে তার পোস্টগুলির স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়াতেও শুরু করেছে ঝড়ের গতিতে।

এর পর পাকালু আর কোনো অ্যাকাউন্ট না খুললেও টুইটার এবং ফেসবুকে তার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট 🅘তৈরি করা হয়। তার ছবি ব্যবহার করে শুরু হয় মজার মজার পোস্ট করা। তার মধ্যেই একটি অ্যাকাউন্টের নাম দেওয়া হয় জেভিয়ার।

ব্যস, সেই অ্যা🦹কাউন্টটি জনপ্রিয় হতেই পাকালু হয়ে যান জেভিয়ার। তবে ২০২০ সালের ২৯ অক্টোবর নাকি আরও একটি ফেসবুক পেজ তৈরি করেন পাকালু। মূলত মিম পোস্ট করা শুরু করেন।

সেই অ্যাকাউন্টটিও অচিরেই জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যেই ফেসবুক পেজটির ফলোয়ারের সংখ্যা প্রায় আট লাখে গিয়ে দাঁড়িয়েছে।
 

Link copied!