যে কারণে আইসিসির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ বেন স্টোকস
অর্থ জরিমানা সেটা মেনে নেওয়া সহজ। কিন্তু পয়েন্ট কাটা হলে তা মেনে নেওয়া বড়ই কষ্টকর। স্লো ওভার-রেটে ক্রিকেটারদের জরিমানা তো কমানো গিয়েছে, তবে মূল্যবান পয়েন্ট কেটে নেওয়ার অবস্থানে এখনও স্থির আইসিসি। নির্ধারিত সময়ে বোলিং কোটার এক ওভার কম করলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল থেকে💖 ১ পয়েন্ট কাটা হয়। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড