বাংলাদেশ মাত্র ৭ রানে শ্রীলঙ্কার কাছে হেরে যাꦺওয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না। তবে আগেই সেমিফাইনালে জায়গা করে নেয় জুনিয়র টাইগাররা। ম্যাচ হারায় বাংলাদেশ গ্রুপཧ রানার্সআপ হয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম🍬্পিয়ন দলের বিপক্ষে। ‘এ’ গ্রুপে বুধবার পাকিস্তান ও জাপান এবং ভারত ও আরব আমিরাত মুখোমুখি হবে। পাকিস্তান সেমিফাইনালে উঠে গেছে। ভারত ও আমিরাতের 💧ম্যাচের বিজয়ী দলটি সেমিফাইনালে খেলবে।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে শ্রীলঙ্কার ৪৯.২ ওভারে ২২৮ 🎶রানের জবাবে বাংলাদেশ ৪৯.৩꧅ ওভারে ২২১ রানে অলআউট হয়।
২২৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ উইকেট টিকিয়ে রেখে রান তুলে নেয়। দলের প্রথম উইকেট পড়ে ৫২ রানে। দ্বিতীয় উইকেট পড়ে ৮৪ রানে। তবে তৃতীয় উইকেটটি পড়ে দ্রুত দলীয় ৯৮ রানে। এরপর ফের বড় জুটি চতুর্থ উইকেট পড়ে ১৭২ রানে। কিন্তু পঞ্চম ও ষষ্ঠ উইকেট খুব দ্রুত পড়ে দলীয় ১৭২ ও ১৭৮ রানে। কালাম সিদ্দিকি মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি থেক⛦ে বঞ্চিত হন। তিনি ৮টি চার ও ১টি ছক্কায় ৯৫ রান করেন। এছাড়া, দেবাশিষ সরকার দেবা ৩১, জাওয়াদ আবরার ২৪ রান করে আউট হন। সামিয়ান বশির রাতুল ১৪ রান করে আউট হন। ফরিদ হাসান ফয়সাল অপরাজিত ২৪ রান করেন।
শ্রীলঙ্কার থিউমিকা ৩টি উইকেট লাভ করেন।
আরব আমিরাতে প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদ𒉰েশ ও শ্রীলঙ্কা। এবার ﷽বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ১৩২ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভিমাথ দিনসারা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পথে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক ভিহাস থিওমিকা ২৪ বলে ২২, লাকভিন আবিসিঙ্🍨গে ৪২ বলে ২১, বিরান চামুদিথা ২৪ বলে ২০, ১৯ বলে ১৯ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।
বাংলাদেশের হয়ে ৫০🉐 রানে ৪ উইকেটꦑ শিকার করেন ডানহাতি পেসার আল ফাহাদ, ৪০ রানে ৩ উইকেট নেন রিজান হোসেন।