পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম কনস🧸ার্টে ঢুকতে দেওয়া হলো না জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।🎃 ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই কনসার্ট।
এদিকে দেশ🌟ের তারকা মহল থেকে অনেকেই এ কনসার্টে গেছেন। তবে আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারেননি ছোট পর্দার এই অভি𝐆নেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক পোস্ট দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতা🍌র সম্মুখীন হয়েছি।’
এ𝓰রপর তিনি বলেন, ‘ আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন আছে, এটা আর্মিদের বলার পরও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। আচ্ছা আমি জানি না তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তা নিয়ে দুঃখ বোধ করব।’
পোস্টের কমেন্ট বক্সে জোবায়ের রাꦚব্বানী লিখেছেন, ‘আপনি সাথে টিকেট ছাড়া গেছেন কিনা এইটা বলেন? সবাই যদি বলে ভিতরে আছে রিসিভ করতে তাহলে কি হবে?’
মহিন আব্দুল মান্নান নামে এক লিখেছেন, ‘না ঢুকতে দেওয়ার কারণ কি ছিল সেটাও বলেন, আমাদের জন্যও বুঝ𒊎তে সুবিধা হতো।’
এদিকে রাসেল তালুকদার লিখেছেন, ‘আপনি কি মেকাপ ছাড়া গিয়েছিলেন?’ এই কমেন্টের জবাবে অভিনেত্রী বলেন, ‘ভালো বলেছ൲েন, না আমি মাস্ক পরা ছিলাম।’
সর্বশেষ গত এপ্রিলে ঢাক🌠ায় এসে দর্শকদের গান শুনিয়ে গেছেন আতিফ আসলাম। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে গেয়ে শো🤡নান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান।
সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ 💮হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।