• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ হচ্ছে রোববার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০২:২৪ পিএম
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ হচ্ছে রোববার
শিল্পী আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ডের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু নেই ছয় বছর। ২০১৮ সালে লাখো ভক্তকে♒ কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। কিংবদন্তী এই শিল্পী বিদায় নেন মাত্র ৫৬ বছর বয়সে।  তিনি চলে গেলেও রয়ে গ﷽েছে তার সৃষ্টি। 

তার গাওয়া সেই তুমি, এক 🅰আকাশে তা𒈔রা, ফেরারি মন, আমি বারো মাস, এখন অনেক রাত, রূপালী গিটারসহ অসংখ্য কালজয়ী গান রয়েছে ভক্তের হৃদয়ে। আবার রয়েছে কিছুু প্রকাশিত গানও।

লেজেন্ডারি  এই শিল্পীর একটি অপ্🎉রকাশিত নতুন গান প্রকাশ পাচ্ছে আগামীকাল। 

জানা গেছে, রোববার (১ ডিসেম্বর)  প্রকাশিত হচ্ছে নতুন এই গানটি। ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এস🎶েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব꧑্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি। সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান ‍‍`ইনবক্স‍‍` প্রকাশ পাচ🌠্ছে।

গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, স🌱ংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে। বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি।

‍‍ইনবক্স‍‍` গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজ𝐆িক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক।

Link copied!