• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সামান্থার বাবা আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১১:২৭ এএম
সামান্থার বাবা আর নেই
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

বলিউড এবং দক্ষিণ ভারতের সিনেমার জনপ্রিয় অভিন🦋েত্রী সামান্থা রুথ প্রভুর বাবা জোসেফ আর নেই। শুক্রবার (২৯ নভেম্বর) জনপ্রিয় এই নায়িকার বাবা মারা গেছেন।

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্র♏াম স্টোরিতে অভিনেত্রী আবেগঘন পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে একটি আবেগপূর্ণ বার্তায় সামান্থা লিখেছেন, ‘যতক্ষণ না আমরা আবার দেখা করি, বাবা’। তারপর একটি হৃদ🅘য় ভাঙা ইমোজি দিয়েছেন।

সামান্থা প্রভু জীবনে তার বাবার উপস্থিতি দ্বারা গ✱ভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। একজন তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান বাবা তার মূল্যবোধ গঠনে এবং লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ব্যস্ত কর্মজীবন সত্ত্বেও, সামান্থা প্রায়শই তার পরিবারের অটল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে🍸।

সামান্থা সম্প্রতি তার বাবা জোসেফ প্রভুর সঙ্গে তার স্ট্রেনড সম্পর্ক এবং কীভাবে এটি তার আত্মসম্মানকে প্রভাবিত করেছে সে সম্পর্কে অকপটে কথা বলেছেন। গ্যালাট্টা ইন্🌳ডিয়ার সঙ্গে একটি সাক্ষাত্কারে তিনি বৈধতা খোঁজার ক্ষেত্রে তার চ্যালেঞ্জগুলো এবং কীভাবে সেই সংগ্রামগুলো তার ব্যক্তিগত বৃদ্ধি এবং যাত্রাকে আকার দিয়েছে সে সম্পর্কে খুলেছিলেন।

সামান্থা বলেন, ‘আমার সমস্ত জীবন বেড়ে উঠছে, আমাকে বৈধতার জন্য লড়াই করতে হয়েছিল। আমার বাবা এমনই ছিলেন🍷… আমার মনে হয় বেশিরভাগ ভারতীয় বাবা-মা এমনই। তারা মনে করে তারা তোমাকে রক্♋ষা করছে। তুমি অতটা স্মার্ট নও। এটা শুধু ভারতীয় শিক্ষার মান। সেজন্য তুমিও পারবে। প্রথম র‍্যাংক পান। যখন আপনি এটি একটি শিশুকে বলেন, আমি সত্যিই দীর্ঘ সময় ধরে বিশ্বাস করতাম যে আমি স্মার্ট নই এবং যথেষ্ট ভালোও নই।’

২০২১ সালের অকౠ্টোবরে সামান্থা রু𝕴থ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহের সমাপ্তির প্রায় এক বছর পরে সামান্থার বাবা, জোসেফ প্রভু ফেসবুকে থ্রোব্যাক বিয়ের ছবি শেয়ার করতে এবং অতীতের প্রতিফলন ঘটাতে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে তাদের বিচ্ছেদকে মেনে নিতে তার অনেক সময় লেগেছে।

Link copied!