করোনার সময় আটক হয়েছিলেন ডক্টর সাবর﷽িনা। ভুয়া করোনা রিপোর্টসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলো বিচারাধীন। জ💖ামিনে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনায় রয়েছেন তিনি।
পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য ব🍸েশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার🐻 নানা ইন্টারভিউ বেশ ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয় শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়।
নতুন খবর হলো, এবার নাটকের দেখা যাবে ডা. সাবরিনাকে। অবশ্য এর আগেও সাবরিনা✅ অভিনয় করেছেন বলে জা𝓰না গেছে। প্রায় বছর ১৫ আগে শখের বশে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।
সম্প্রতি ফজলুর রহমান 🍌বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছ🥂েন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ।
নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা।ꩲ নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু।
এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশ🧜নে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।