টেস্ট ম্যাচ কিছুটা হ🙈লেও বিরক্তের। তবে যদি ভালো ও নজরকাড়া কিছু ঘটনা ঘটে, তাহলে হয়তো সেই বিরক্ত ভাব অনেকটাই কমে যায়। শূন্যে ভেসে অসাধারণ এক ক্যাচ ধরলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপস। ইংল্যান্ড দলের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা চলাকালে তিনি এই অনবদ্য ক্যাচটি ধর𓆏েন।
ফিল্ডার হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে এই কিউই ক্রিকেটারের। এর আগেও অনেকবার এরকম ক্যাচ 🃏ধরেছেন তিনি। তবে এটি তার ক্রিকেট ক্যারিয়ারের অন্য♈তম সেরা ক্যাচ।
এদিন ম্যাচে একটা💯 সময় ক্রিজে ব্যাট করছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং ওলি পোপ। ১৫১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দু’জনে। কিউইদের জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল এই জুটি। পার্টনারশিপ ভাঙার জন্য উঠে পড়ে লাগে নিউজিল্যান্ড। বল করতে আসেন অভিজ্ঞ টিম সাউদি। আর এই বোলিং পরিবর্তন কাজে আসে নিউজিল্যান্ডের। সাউদি একটি ধীর গতির বল করেন। সেটিকে কাট করেন পোপ। ব্যাটে-বলে ভালো সম্পর্ক করেছিলেন তিনি। তবে শটটি হাওয়ায় খেলেছিলেন পোপ✱। সেই সময় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা গ্লেন ফিলিপস শরীর শূন্যে ভাসিয়ে দিয়ে অসাধারণ ক্যাচটি ধরে নেন। ৭৭ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওলি পোপ। তবে এক্ষেত্রে পোপের ভুল খুব কমই ছিল। কৃতিত্ব দিতে হবে ফিলিপসকে। হয়তো গ্লেনের জায়গায় অন্য কেউ থাকলে তার পক্ষে ক্যাচটি ধরা অসম্ভব হয়ে দাঁড়াত।
প্রসঙ্গত, ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় 🍎দিনের শেষে ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে করে ৩১৯ রান।