ইংল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচট🐽ি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যওয়ার সমীকরণের জন্য বাড়তি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের কাছে। তবে ইংল্যান্ডের কাছে ফাইনাল খেলার কোনও সুযোগ নেই। তবে কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ব্যক্তিগতভাবে জো রুটের কাছে গুরুত্বপূর্ণ সন্দেহ নেই। কেননা এটি তার বর্ণোজ্জ্বল ক্যারিয়ারের ১৫০ꦯতম টেস্ট ম্যাচ।
কিন্তু মাইলফলকের এই টেস্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন রুট। তিনি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় দিনে ব্যাট হ🐲াতে ইংল্যান্ডকে নির্ভরতা দেন হ্যারি ব্রুক। ফলে প্রথম ইনিংসের নিরিখে কিউইদের থেকে লিড নেওয়ার পথে এগিয়ে চলেছ🐠ে ব্রিটিশরা। নিউজিল্যান্ডের ৩৪৮ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেটে ৩১৯ রান করেছে এবং তারা মাত্র ২৯ রানে পিছিয়ে রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রতিষ্ঠিত ব্যাটারদের🐻 মধ্যে সব চেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার হতাশাজনক রেকর্ড গড়লেন রুট। তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ে 🎶মোট ৮ বার খাতা খুলতে ব্যর্থ হন। এই নিরিখে রুট পিছেন ফেলে দেন বিরাট কোহলি, স্টিভ স্মিথদের। স্মিথ ও কোহলি উভয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মোট ৭ বার করে শূন্য রানে আউট হয়েছেন।