ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলবে না। আর পাকিস্তান টুর্নামেন্টের কোনো ম্যাচ তাদের দেশের বাইরে হওয়ার বিষয়টি মানবে না। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের এমন꧙ মুখোমুখি অবস্থানের কারণে চরম নাটকীয়তা চলছে। অথচ টুর্নামেন্টটি শুরু হতে আর সময় বাকি মাত্র আড়াই মাসের মতো।
এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ড প্রধানদের🌠 উপস্থিতিতে সভা ডেকেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার কোনো সিদ্ধান্ত হতে পারে ধারণা করা হলেও, সেই সভা মাত্র ২০ মিনিট পরই মূলতবি𒁃 করা হয়েছে। সভায় কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি বলে সূত্রের বরাতে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃহস্পতিবার অভ্যন্তরীণ সভা শেষে চ্যাꦏম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই হাইব্রিড মডেলে না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। এমনকি ওই মডেলে টুর্নামেন্ট আয়োজন করলে অংশগ্রহণ না করার হুঁশিয়ারিও দিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
ক্রিকবাজ বলছে, আইসিসির সভায় ১২ পূর্ণ সদস্য দেশ ও তিনটি ꧙সহযোগী দেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দোলাচল কাটাতে কঠোর সাধনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার কিংবা কয়েকদিনের মধ্যে এই স🌊ভা আবারও অনুষ্ঠিত হতে পারে।
আরেকটি সূত্র জানি♑য়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধর🎶ে পরবর্তী সভার স্থায়ীত্ব হতে পারে।