বিশ⛦্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ছাড়া জাতীয় দলের কথা কল্পনাও করা যা🌠য় না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কোপানলে পড়ে সাকিব এখন নেই বাংলাদেশ জাতীয় দলে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ খেলেছে সাকিবকে ছাড়া। তেমনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই তি✱নি। অসংখ্য বিশ্ব রেকর্ডের মালিক সাকিবকে দল মিস করছে, দেশ মিস করছে। এত কিছুর পরও সাকিবকে বিশ্ব তারকা হিসেবে মনে করেন ভারতের উইকেটকিপার কাম ব্যাটার দ🐓ীনেশ কার্তিক।
কার্তিক বলেছেন, “সাকꦜিব আল হাসান বা🍸ংলাদেশের সেরা অলরাউন্ডারই নয়, সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও বটে। সে একজন ভালো নেতা। দারুণভাবে দল পরিচালনা করেন।
কার্তিক আরও বলেন, “আমি বাংলাদেশের আবাহনী ক্লাবের হয়ে খেলেছি। সেখানে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস সহ অনেকের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। বাংলাদেশের অনেক মানুষকে আমি চিনি ও জানি।🔥”
কার্তিক বর্তমানে চলমান আবুধাবি টি-টেন লিগে খেলবেন সাকিꩵবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স দলের হয়ে।&💯nbsp;
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে সাকিব ১৫ হাজার রান করেছেন এবং 🐭উইকেট নিয়েছেন ৭১২টি।