নারীদেরকে আপত্তিকর ছবি-চিঠি পাঠানোর অভিযোগে পুরুষ দাবাড়ু নিষিদ্ধ
নাবালিকা প্রতিপক্ষদের আপত্তিকর ♊ছবি ও চিঠি পাঠানোর অভিযোগ উঠে এক পুরুষ দাবাড়ুর বিরুদ্ধে। ফলে তাকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিডে)।লাটভিয়ার ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) আন্দ্রেস স্ত্রেকোভসের বিরুদ্ধে বেশ কয়েক জন নারী দাবাড়ু অভিযোগ করেছিলেন। ✤তাদের মধ্যে অনেকেই নাবালিকা। তাদের অভিযোগ, প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে আপত্তিকর