সাবেক বিশ্ব চ্যাম🌄্পিয়ন সাইক্লিস্ট অস্ট্রেলিয়ার রোহান ডেনিস প্রায় এক বছর আগে একটি গাড়🍒ি দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। যেই দুর্ঘটনায় তার স্ত্রী, সাবেক অলিম্পিয়ান অস্ট্রেলিয়ার মেলিসা হসকিন্স মারা যান। একপ্রকার দোষ স্বীকার করায় তাকে এখন বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
অ্যাডিলেডে তাদের বাড়ির বাইরে গত বছরের ৩০ ডিসেম্বর ডেনিস ড্রাইভিং করা অবস্থায় ত🌜ার গাড়ির ধাক্কায় হসকিন্স মারাত্মকভাবে জখম হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। &🧔nbsp;
৩৪ বছর বয়সী ডেনিসকে প্রাথমিকভাবে বিপজ্জনক ড্রাইভিং করা এবং অযত্নভাবে গাড়ি চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছিল। তবে মঙ্গলবার তিনি আদালতে ꧃যেভাবে ঘটনার সঙ্গে নিজের সম্পৃ꧒ক্ততার কথা বর্ণনা করেন, তাতে এখন তার বড় রকমের শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলো।
ডেনিস ও হসকিন্সের দুটি সন্তান রয়েছে। ডেনিসকে পরবর্তী তারিখের শুনানীর পর সাজার সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্𒉰ছে। আর হসকিন্সের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরও কিছু তথ্যও জানা গেছে।
যাইহোক, ডেনিসের দোষী সাব্যস্ত হওয়াতে এটাই মনে করা হচ্ছে, তিনি রাস্তায় হসকিন্সꦺের কাছাকাছি থাকাকালে তার ক্ষতির জন্যই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আবার এটাও ধারণা করা হচ্ছে, অনেকটা উদাসীনভাবে তিনি গাড়ি চালান বলেই দুর্ঘটনাটি ঘটে।
ডেনিসের আইনজীবী অবশ্য আদালতকে বলেন, ‘মিঃ ডেনিসের তার স্ত্রীর ক্ষতি করার কোন উদ্দেশ্য ছিল না এবং এই অভিযোগটি তার মৃত্যুর জন্য তাকে দায়ী কর♉ে না।’
হসকিন্স ২০১৫ সালে টিম পারসুইটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এবং দুইবার অলিম্পিকে অংশ গ্রহণ করেন। হসকিন্স ও ডে🏅নিস ২০১৮ সালে বিয়ে করেন।
ডেনিসের বন্যাঢ্য ক্যারিয়ারে তিনি ট্যুর ডি ফ্রান্স, গিরো ডি’ইতালিয়া এবং ভুয়েলটা এস্পানাত এর শিরোপা জেতেন। রোড এন্ড ট্রাক- উভয় ক্ষেত্রেই একাধিক বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিস ২০২০ সালে টোকিও অলিম্পিকে রোড টাইম ট্রায়ালে ব্রোঞ্জপদক জিতেছিলেন। আর লন্ডনে ২০১২ সালে টিম পারসুইটে রৌপ্যজয়ী দলেꦏর সদস্য ছিলেন। তিনি ২০২২ সালেরে কমনওয়েলথ গেমসে একটি স্বর্ণপদকও জিতেছিলেন৷