• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুলিশকে গুলি করে পালালেন শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০২:০৪ পিএম
পুলিশকে গুলি করে পালালেন শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

পুলিশের অভিযানের সময় গুলি ছুড়ে পালিয়েছেন চট্টগ্🦂রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। এ সময় দুজন গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রল পাম্পের পেছনে সাততলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে পাশে﷽র ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান সাজ্জাদ।

গু🍷লিবিদ্ধ দুজন হলেন কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪)। কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড।

সিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন “সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা সবাই সাধারণ মানুষ। পরে সে বাড়ির ছাদে উঠে পাশের আরেকটি ভবনে 𓂃যায়। সেখান থেকে নামার সময় ব্যাংকের সিকিউরিটি গার্ড কাজলকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাদ।”

জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে সাজ্জাদের স্ꦑত্রী বলে পরিচ🎉য় দিলেও পুলিশ তা যাচাই করছে।

স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানাধী👍ন অক্সিজেন অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় ১৫ থেকে ২০ জনের বাহিনী নিয়ে দাপিয়ে বেড়ান সাজ্জাদ। চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু 𒁏করে সেখানকার পুরো অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করেন তিনি।

Link copied!