কথায় আছে, সত্ সঙ্গে স্বর্গবাস-অসত্ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গ পেলে মন ভালো থাকে। নিজেকে ভালো রাখা যায়। আর খারাপ মানুষের সঙ্গ পেলে নিজে তো ভালো থাকা যায় না। বরং মানসিক দুশ্চিন্তা অস্থিরতা বাড়ে। তবে খারাপ মানুষের সঙ্গা কী? আশপাশে তো কত মানুষই ঘুরে বেড়ায়। কতজনই বন্ধু হয়। আপনজন হয়। এরমধ্যে খারাপ মানুষ কীভাবে চিনবেন। খারাপ মানুষের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো টক্সিক হওয়া। অর্থাত্ টক্সিক মানুষ কখনও আপনাকে ভালো থাকতে দেবে না। কিংবা আপনার ভালো সহ্য করতে পারবে না। এসব মানুষের সান্নিধ্যে থাকলে মানসিক অশান্তি বাড়ে। তাই নেতিবাচক আবহ সৃষ্টিকারী 💖তথা টক্সিক ব্যক্তিদের এড়িয়ে চলাই ভালো।
হয়তো আপনি টক্সিক ব্যক্তির সঙ্গেই বাস করছেন। কিন্তু তাকে চিনতে পারছেন না। বন্ধু, আত্মীয়স্বজন কিংবা প🔥রিবারেরই কেউ হয়তো টক্সিক ব্যক্তি রয়েছেন। যারা প্রতিনিয়ত আপনার জীবনকে প্রভাবিত করছেন। কিন্তু আপনি হয়তো তাকে চিনতেই পারছেন না। তব൲ে ধীরে ধীরে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং আপনার জীবনে অস্থিরতা বাড়াচ্ছে। তাই এড়িয়ে না গিয়ে, টক্সিক মানুষকে চিহ্নিত করুন। তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখুন।
নিজেকে অসহায় বলে সুবিধা নেন
টক্সিক ব্যক্তিরা নিজেকে সব জায়গায় ভিক্টিম বানিয়ে চলেন। নিজের ভুল স্বীকার করেন না। বরং নিজেকে অসহায় বানিয়ে রাখেন। নিজেকে অসহায় সাজি♏য়ে তারা সুবিধা নেন। এ ধরণের ব্যক্তি থেকে দূরে থাকুন। এরা টক্সিক মানুষ। শুধু নিজের সুবিধা নিতে জানেন।
সবার মনোযোগ চান
টক্সিক মানুষ ℱআত্মপ্রেম🐬ী হোন। সবার মনোযোগ শুধু তার দিকেই রাখতে চান। যেকোনো কথায় নিজে এগিয়ে থাকতে চান। নিজেই প্রধান আকর্ষণ হয়ে থাকতে চান। এই ধরণের মানুষ থেকে দূরে থাকুন। এই ধরণের মানুষের সঙ্গে থাকলে আপনার মধ্যে হীনম্মন্যতা সৃষ্টি হবে। তাই তাদের এড়িয়ে চলুন।
অন্যকে অপমান
টক্সিক ব্যক্তিরা সবসময় অন্যদে𓆉র অপমান করতেই পছন্দ করেন। কাউকে অপমানসূচক কথা বলতে কোনো দ্বিধাবোধ করেন না। তারা অন্যকে সম্মান দিতে জানেন না। অন্যদের ছোট করে কথা বলেন। তাদের কথায় কেউ আঘাত পেলেও গায়ে মাখেন না। এমন মানুষ আপনার মানসিক অশান🅷্তির কারণ হতে পারে। যদি কারো মধ্যে এমন আচরণ দেখেন, তাদের থেকে দূরেই থাকুন।
অন্যের সমালোচনা
টক্সিক ব্যক্তিরা সবসময় অন্যের সমালোচনা করতেই পছন্দ করেন। কারো মতামতকে প্রশ্নবিদ্ধ করেন। অন্যের সিদ্ধান্তকে ভুল প্রমাণের চেষ্টা করেন। তারা অন্যের পোশাক, লুক, আচার-আচরণ সবকিছুতেই সমালোচনা করেন। অন্যের আত্মবিশ্বাস ভাঙতে তারা দ্বিধাবোধ করেন না। এমন মানুষ আপনার ভালো কাজগুলোকেও প্রশ্নব🐈িদ্ধ করবে। আর আপনার সমালোচনা করবেন। তাই তাদের থেকে দূরে থাকুন।
অন্যের কথা শুনতে চান না
টক্সিক ব্যক্তিরা অন্যের কথা শুনতে পছন্দ করেন না। এরা যে🧸কোনো কথোপকথনের সময় অন্যের মনোভাব প্রকাশে বাধা দেন। নিজের কথা বলতেই ব্যস্ত থাকেন। এমন মানুষ আপনার আগ্রহকে নষ্ট করে দেবেন। তাই যার কাছে নিজের কথা বলার সুযোগও পাবেন না, তার থেকে দূরে থাকাই ভালো।
সহানুভূতির অভাব
টক্সিক ব্যক্তিরা অন্যের ꩲপ্রতি সহানুভূতিশীল হতে পারে না। তাদের মধ্যে সহমর্মিতার অভাব থাকে। কারো খারাপღ সময়ে এরা পাশে থাকেন না। তারা কারো প্রতি দায়িত্বশীলও থাকে না। কাউকে শ্রদ্ধা করতেও পছন্দ করেন না। তারা অধিকাংশ ক্ষেত্রেই স্বার্থপর হোন।