শীত নিবারণে উলের কাপড় অন্যতম। অত্যন্ত প্রয়োজনীয় এই কাপড় ধোয়ার ক্ষেত্রে ছোটখাট ভুল কাপড়কে নষ্ট করে দিতে পারে। কাপড়ের রং ও মান দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তাই🅘 উলের কাপড় ধোয়ার ক্ষেত্র💟ে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-
- অনেকেই কাপড় ধোয়ার সময় কাপড় গরম পানিতে ভিজিয়ে রাখে। তবে সব কাপড় এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। বিশেষ করে উলের কাপড় গরম পানিতে ধোয়া যাবে না। কারণ উল সংবেদনশীল হওয়ায় গরম পানিতে ধুলে এর ফাইবার ভেঙ্গে যায় যা সোয়েটার বা শালের বোনন নষ্ট করে দেয়।
- উলের কাপড় ধোয়ার জন্য কড়া ক্ষারের ডিটারজেন্ট ব্যবহার করা যাবেনা। কোমল পরিষ্কারক অথবা লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। এতে কাপড়ের গুণগত মান বজায় থাকে। এছাড়াও পশমী কাপড় মেশিনে না ধুয়ে হাতে ধোয়া উচিত।
- উলের পোশাক কাচার পর বেশি নিংড়াবেন না। এমতাবস্থায় এটি এড়াতে উলের কাপড় মৃদু হাতে ধুতে হবে এবং পানি ছেঁকে আলতো করে বের করতে হবে।
- উলের কাপড় রশিতে ঝুলিয়ে শুকোতে দেবেন না। যেখানে ভালো রোদ আসে সেখানে মাটিতে তোয়ালে পেতে শুকোতে দিন।
- উলের পোশাকে দাগ লাগলে সঙ্গে সঙ্গে দাগ লাগা জায়গাটি ধুয়ে ফেলার চেষ্টা করুন। এ ক্ষেত্রে ডিটারজেন্ট পানিতে ঘণ করে মিশিয়ে নরম স্পঞ্জে করে দাগের পরে হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে।