বাংলাদেশ-ভারত সম্পর্কের উত্তেজনার মধ্যে ফের মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 🔯জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন তিনি।
সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় দেওয়া ভাষণে এ কথা বলেছেন🍷 তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দাঙ্গা হিন্দু করে না। দাঙ্গা মুসলমান 🅠করে না। দাঙ্গা করে কিছু সমাজবিরোধী।”
বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ পশ্চিমব𝓡ঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে, তা দুঃখজনক। কেউ উস্কানিমূলক বক্তৃত൲া দেবেন না।”
বিজেপির দিকে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। যারা ভাবছেন এꦫই সুযোগে রাজনৈতিক লাভ আছে, তারা জানবেন আপনাদের ক্ষতি হবে।”
বাংলাদেশ নিয়ে তার দল এবং সরকারের পুরনো অবস্থানের কথা ফের স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয়🔴 সরকার দেখবে। আমরা কোনো পক্ষে নেই। আমরা সব পক্ষে। আজ বিদেশসচিব যাচ্ছেন। দেখা যাক কী হয়। আমাদের🎶 নীতি হলো, আমরা বিদেশনীতি মেনে চলব।”
এর আগে মমতা ব🦩ন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যদি বাংলাদেশে ভারতীয়েরা আক্রান্ত হন, তবে আমরা তা সহ্য করব না। আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পা❀রি। আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে (বাংলাদেশ) যে অবস্থান নেবে, আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই।”