আসন্ন বিজয় দিবস-২০২৪ সর্বজনীনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয়🧸 কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের উদয় টাওয়ার✱ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক 💖এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।
জানা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউত🐓ে অনুষ্ঠেয় কনসার্টে পারফর্ম করবেন, জনপ্রিয় সংগীত তারকা জেমস, বেবী নাজনীন, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনক চাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাওꦺ পারফর্ম করবেন।
১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শꦚহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।