• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অভিষেক-ঐশ্বরিয়ার ঘরে নতুন অতিথি আসছে? যা বললেন জুনিয়র বচ্চন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০১:১১ পিএম
অভিষেক-ঐশ্বরিয়ার ঘরে নতুন অতিথি আসছে? যা বললেন জুনিয়র বচ্চন
তারকা দম্পতি ঐশ্বরিয়া-অভিষেক ও কন্যা আরাধ্যা । ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের এক෴মাত্র কন্যা আরাধ্যা বচ্চনকে নিয়েই তাদের সংসার। সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এতো বছরেও আর কোনা সন্তান নেননি এই তারকা দম্পতি। এবার শোনা♑ গেল নতুন অতিথি আসাছে তাদের ঘরে।

এবার কী তা হলে  সত্যিই আরাধ্যার খেলার𝔉 সঙ্গী আসতে চলেছে? প্রশ্নটা করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়‍‍`- এ।

💮এর মাঝে অবশ্য ঐশ𓆏্বরিয়া ও অভিষেকের সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বলিপাড়ায়। তাদের বিবাহবিচ্ছেদের খবরে মুখরিত বলিপাড়া। সঙ্গে অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ।

এরই মধ্যে রিতেশ  জানতে চান,🙈 আরাধ্যার পর নতুন খেলার সঙ্গী আসছে? আরাধ্যার নতুন খেলার সঙ্গীর কথা শুনেই লাজুক হাসি হাসেন জুনিয়র বচ্চন। এরপর বললেন ‘বয়সটা তো দেখতে হবে নাকি।’

প্রায় গত এক বছর ধরে অভিষেক-ঐশ্বরিয়া🐎র বিবাহবিচ্ছেদে জল্পনা চলছে। তাতে উস্কানি পড়ছে নানা ঘটনায়। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলেন ঐশ্বরিয়া। ফিরে যান তার বিয়ের আগের পদবিতে। অথচ এক সময় এই বচ্চন পদবি তিনি গর্বের সঙ্গে উচ্চারণ করতেন।

তবে এ সবের মাঝে মুম্বইয়ের এক খ্যাতন👍ামী রেডিয়োলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির হতেই সমস্ত গুঞ্জন নস্যৎ করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। 

Link copied!