গোপালগঞ্জে কাশিয়ানী তে ডাকাতির সরঞ্জাম ও ৭টি ককটেলসহ ডাকাত ♎চক্রের দুই সদস্যকে আটক করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় &nbܫsp;ওই আরও চক্রের ৫ জন দৌড়ে পালিয়ে যান।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার পোনা বাসস্ট্যান্ডে অভিযꦛান চালি🦋য়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মৌ𒅌লভীবাজারের বোরহানউদ্দিন উপজেলার ইউসুফের ছেলে শিমুল (২৭) ও ঢাকার কদমতলী রেললাইন বস্তির নুর﷽ ইসলামের ছেলে মো. হাসান (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জﷺ মো. আবুল হাসেম মজুমদার। তিনি বলেন, আটকরা ডাকাতির উদ্দেশ্যে পিরোজপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে তারা ঢাকায় যাচ্ছিলেন। রাতে তাদের ঢাকায় ডাকাতির প্রস্তুতি ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা পোনা বাসস্ট্যান্ড থেকে তাদের পিকআপ ভ্যান সিগনাল দিলে চালকসহ ৫ ডাকাত পালিয়ে যায়।
এ সময় পিকাপ থেকে ২ জনকে আটক করা হয়। তাদের তথ্যমতে পিকআপ থেকে একটি ছেಌনি, কাটার, হেক্সবল, রেন্স, র্যাত, দেশিয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়। পাশাপাশি একটি ব্যাগ থেকে ৭ ককটেল উদ্ধার করা হয়। তারা সকলেই ডাকাত দলের 🍎সদস্য বলে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। তাদের কাশিয়া🍌নী থানায় হস্তান্তর করা হচ্ছে।