বই পড়ায় আগ্রহ নেই জেন জি’দের
বই জ্ঞানের পরিধি বাড়ায়। যুগ যুগ ধরে মানুষ বই থেকে নিজেদের জ্ঞান অর্জন করেছেন। গবেষণা করে নিজেদের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন।💖 সেই বই পড়ে আবার অন্যরা নিজেদের জ্ঞানের পরিধি বাড়িয়েছেন। এভাবেই বইয়ের মাধ্যমে চলছে জ্ঞান আদান প্রদানের প্রক্রিয়া। সেই বইকেই এখন সম🅠য়ের অপচয় হিসেবে দেখছে বর্তমান প্রজন্ম, অর্থাৎ জেন জি’রা।সম্প্রতি