• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এশিয়া কাপ বাছাইপর্ব

বাংলাদেশ ও ভারত একই গ্রুপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০২:২৮ পিএম
বাংলাদেশ ও ভারত  একই গ্রুপে
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলমান। জাতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে সোমবারই সফরকারী আয়ারল্যান্ড দলের ওয়ানডে ও টি-𒐪টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। যুব ক্রিকেট দল এশিয়া কাপের শিরোপা জিতে এখন দেশে ফিরছে। ক্রিকেটের এইসবের মধ্যেই জাতীয় ফুটবল দলের একটি খবর চলে এলো। আর সেটা হলো এশিয়া কাপের বাছাইপর্ব নিয়ে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন⭕ের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হলো। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর।

এশিয়া কাপ বাছাইয়ে ২৪ দল ছয়টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেল👍বে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপে খꦍেলার যোগ্যতা অর্জন করবে।

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র গত ২৮ নভেম্বর ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী হয়েছে। ২৮ নভেম্বর প্রকাশিত ‌‌ র‌্যাঙ্কিং অনুযায়ী ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতি পটে ছয়টি দল ছꩲিল। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল।

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট চার থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম তিন নম্বরে উঠায় তারা ‘🍬সি’ গ্রুপে পড়েছে। পট চারের পর তিন, দুই ও একের দলগুলো তোলা হয়। এই তিন পটে তিন নম্বর ড্রতে যথাক্রমে সিঙ্গাপুর, হংকং ও ভারত পড়ায় তারা বাংলাদেশের গ্রুপে পড়েছে।

২০২৫ সালের মাচ-২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাঙ💯্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প🗹্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে।

বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপ♑ ফুটবলে খেলেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি। এশিয়া ক🎀াপে এখন এশিয়ার শীর্ষ ২৪টি দেশ অংশ নেয়।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ধাপ এক সঙ্গে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮ দল সরাসরি এশিয়া কাপে খেল𒉰বে। বাকি ছয়টি দল আসবে এই ২৪ দলের বাছাই থেকে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ২৫ মার্চ ভারত,  ১০ জুন সিঙ্গাপুর,  ৯ অক্টোবর হংকং, ১৪ অক্টোবর হংকং,  ১৮ নভে𓆏ম্বর ভারত এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।

Link copied!