বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় ক্রিকেꦆট টেস্টের সময় মাঠের মাঠের 🅺ঘটনার জন্য জরিমানা করা হয়েছে ভারতের পেসার মোহাম্মদ সিরাজ এবং অস্টেলিয়ার ব্যাটার ট্র্যাভিস হেডকে।
আইসিসি কোড অফ কℱন্ডাক্টের ২.৫ নম্বর ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে সিরাজকে তার ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অপরদিকে, কোড অফ কন্ডাক্টের ২.১৩ নম্বর ধারা লঙ্ঘনের জন্য হেডকে🧸ও জরিমানা করা হয়েছে।
সিরা꧂জ ও হেডের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্টও জমা পড়েছে। যা গত ২ বছরের মধ্যে তারা এই প্রথমবার এমন অপরাধে চিহ্নিত হলেন𝐆।
অবশ্য উভয়🍸 খেলোয়াড়ই তাদের নিজ নিজ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত নিষেধাজ্ঞা মেনে🦋 নিয়েছেন।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অ্যাডিলেডে গোলাপী বলের টেস্ট চলাকালে মাঠে এমন উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে যখন ট্র্যাভিস হেড ১৪০ রান করে সিরাজের বলে আউট হন। ভারতীয় পেসার সিরাজ অঙ্গভঙ্গির মাধ্যমে ไঅজি ব্যাটারকে ড্রেসিংরুমের দিকে চলে যেতে নির্দেশ দেন। উইকেট পতনের পর তাদের মধ্যে তর্কও হয়েছিল। আবার ভারতের দ্বিতীয় ইনিংসে সিরাজ যখন ব্যাট করতে নামেন তখনও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
অস্ট্রেলিয়া পার্থে ২৯৫ রানের বিশাল ব্যবধ🃏ানে ভারতের কাছে পরাজিত হওয়ার পর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ১০ ✃উইকেটে জিতে সিরিজে সমতা এনেছে।