• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি অনাগত সন্তানের বাবা কে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:২০ পিএম
অন্তঃসত্ত্বা অ্যাম্বার হার্ড, জানাননি অনাগত সন্তানের বাবা কে
অভিনেত্রী অ্যাম্বার হার্ড । ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেඣত্রী অ্যাম্বার হার্ড অন্তঃসত্ত্বা। তিনি মা হতে চলেছেন। পিপল ডটকমকে এমন বার্তা তিনি নিজেই দিয়েছেন। তবে ♑অনাগত সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী। এরআগে ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে।

এর আগে জনি ডেপের সঙ্গ🌠ে অ্যাম্বারে বিচ্ছেদ হয়। তবে তাদের বিচ্ছেদের পর নতুন সম্ꩵপর্কে জড়ানোর কোনো ঘোষণা দেননি হলিউড এই তারকা। এর মাঝেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

৭ বছর আগে ২০১৭ সালে জনি ডেপ ও অ্যাম্বারের বিচ্ছেদ হয়েছে । সে সময় তাদের বিচ্ছেদের ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। এরপর একে অপরের বিরুদ্ধে শুধু অভিয꧅োগ করেই থেমে থাকেননি, দুজনই দুজনের বিরুদ্ধে করেন মামলাও। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পর𒁏বর্তীতে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার। 

Link copied!