• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রখ্যাত গায়কের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৪:৩০ পিএম
প্রখ্যাত গায়কের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মার্কিন গায়ক জে-জেড। ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগ উঠেছে প্রখ্যাত মার্কিন র‍্যাপার জে-জেডের𓃲 বিরুদ্ধে। রোববার ৮ (ডিসেম্বর) তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র🥃ের একটি আদালতে মামলা হয়েছে। 

বাদীর অভিযোগ, ২৪ বছর আগে ২০০০ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। তখন তার  🐼;বয়স ছিল মাত্র ১৩ বছর। 

জে-জেডের সঙ্গে একই মামলায় অভিযুক্ত হ𝔍য়েছেন আরেক প্রভাবশালী মার্কিন গায়ক শন কম্বসও। শন এর মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। 

জানা গেছে, ২০০০ সালে এমটিভি ভিডিও ♒মিউজিক অ্যাওয়ার্ডসের পর পার্টিতে জে-জেডের কাছে ধর্ষণের শিকার হন ওই নারী।  তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন গায়ক জে-জেড। এমন অভিযোগকে তিনি 🌄মূর্খের কাজ বলেও অবিহিত করেন।

গায়কের বিরুদ্ধে অভিযোগে বলা 🃏হয়েছে, ওই পার্টিতে অনেক তারকা উপস্থিত ছিলেন। ওই কিশোরী পার্টিতে যাওয়ার পর তাকে পানীয় দেওয়া হয়। এর পর থেকেই তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে জে-জেড ও শন কম্বস মꦿিলে তাকে ধর্ষণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত এক তারকা ঘটনাটি দেখেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। তবে ওই তারকার 𓆏নাম জানা যায়নি।

৫৫ বছর বয়সী মার্ক🎀িন সংগীত তারকা শন কোরি কার্টার ভক্তদের কাছে জে-জেড নামে পরিচিত। তাকে সর্বকালের অন্যতম সেরা র‍্যাপার হিসেবে বিবেচনা করা হয়। ২৪টি গ্র্যামি পুরস্কারজয়ী এই গায়ক বিয়ন্সের স্বামী।

সূত্র: এনবিসি নিউজ

Link copied!