• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নিউইয়র্ক থেকে নতুন বার্তা দিলেন জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৩:২৬ পিএম
নিউইয়র্ক থেকে নতুন বার্তা দিলেন জায়েদ খান
চিত্রনায়ক জায়েদ খান। ছবি: ফেসবুক থেকে

হত্যাচেষ্টা মামলার অভিযোগ মাথায় নিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়✨র্ক রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কোটা সংস্কার আন্দোলেনের বেশ কিছুদিন আগে থেকেই  বিদেশে অস্থান করছেন তিনি।

আলোচিত এই অভিনেতা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখ🤡নও দেশে ফেরেননি তিনি। তবে বিদে𒈔শ থেকে নতুন খবর দিয়েছেন তিনি।

আমেরিকার ন🧔িউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন তিনি। প্রথমবারের মতো ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন এই নায়ক।

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভা♓স। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখা💖র অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’

এই নায়ক আরও বলেন, “বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। 𒁃বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি 💦আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।”

দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নায়ক জায়েদ খান। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বিপরীতে 🅘প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জায়েদ ভোটে জিতলেও ফলাফল নিপুণ মেনে না নিলে কোর্টে মামলা করেন। হেরে যান জায়েদ। চলে মামলা–মোকদ্দমা। তখনই আলোচনায় আসেন জায়েদ। পরবর্তী সময় কখনো বিয়ে, কখনো নারী নিয়ে মন্তব্য করে, কখনো ডিগবাজি দিয়ে ভাইরাল ﷺহতে থাকেন তিনি। ট্রলেরও শিকার হয়েছেন এই নায়ক।

২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ স𝐆িনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। ‘প্রেম করবো তোমার সাথে’, ‘নগর মাস্তান’, ‘ভাল𓃲োবাসা সীমাহীন’, ‘অন্তর জ্বালা’, ‘সোনার চর’সহ বেশি কিছু সিনেমায় দেখা গেছে তাকে। 

Link copied!