• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল বঞ্চিতরা খেলবেন পিএসএলে, একই সময়ে চলবে দুই আসর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:৫৭ পিএম
আইপিএল বঞ্চিতরা খেলবেন পিএসএলে, একই সময়ে চলবে দুই আসর
ছবি: প্রতীকী

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব ক্রিকেটে। বিশেষ করে ভারতীয় দলের পাকিস্তানের মাটিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই তা প্রক꧑ট আকার ধারণ করে।

ভারত-পাকিস্তানে🧸র মধ্যকার রাজনৈতিক বৈরিতাই এর মূল কারণ। যার প্রতিফলন শুরু অনেক আগে থেকে, আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের না নেওয়ার মধ্য দিয়ে। ২০০৮ꦉ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না আসা ও সর্বশেষ আইসিসিতে বারবার মিটিং করেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতের অস্বীকৃতির মাধ্যমে।

ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামে♌ন্ট আইপিএলের সঙ্গে পাল্লা দিতে পাকিস্তান কꦦ্রিকেট বোর্ড (পিসিবি)  আয়োজন করে যাচ্ছে পিএসএল বা পাকিস্তান সুপার লিগ।

ভারত মনে করে, আইপিএলই বিশ্বের সবচেয়ে জমজমাট ও  দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভারতের 🍰দাবির জবাব দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পিসিবি। তারা সিদ্ধান্ত নিয়েছে, আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল আয়োজন করবে। এতে আইপিএলে দর্শকদের আগ্রহ কমবে। ফলে ২০২৫ সালে 🐠একই সময়ে আয়োজন হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল।

আইপ🏅িএলের নিলাম হয়ে গেছে নভেম্বরে সৌদি আরবের জেদ্দায়। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে ১৮তম আসর। অন্যদিকে পিএসএলের নিলাম এখনো হয়নি। খুব শিগগিরই নিলাম আয়🌠োজন করবে পিসিবি।

এরই মধ্যে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, আইপিএলের নিলামে যেসব ক্রিকেটার অবিক্রীত রয়ে গেছেন, ত꧙াদেরকেই পিএসএলে খেলানোর জন্য টার্গেট করেছে পিসিবি🥂।

উল্লেখ্য, এবারের নিলামে বেশকিছু তারকা ক্রিকেটার আইপিএলে দল পাননি। তাদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, কেশব মহারাজ, কুসল মেন্ডিস, আদিল রশিদ, ড্যারিল মিচেল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তাসকিন আহ🐻মেদের মতো নামী-দামী ক্রিকেট তারকারা। পিএসএলে বাংলাদেশ থেকে বেশকিছু ক্রিকেটার দল পেতে পারেন।

জানা গেছে, যেসব ক্রিকেটার আইপিএলে দল পাননি, তাদের নাম ড্রাফটে রাখার জ♌ন্য পিসিবিকে অඣনুরোধ করেছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিককরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতো পিসিবিও যেন দেশের বাইরে নিলাম আয়োজন করে, স𝓰ে দাবিও করেছে ফ্র্যাঞ্চাজিগুলো। তাদের দাবির প্রেক্ষিতে পিএসএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন বা আরব আমিরাতের শহর দুবাইয়ে।

Link copied!