টানা দুই হারের পর অবশেষে জয়ের মুখ দেখার পথেই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু আয়ারল্যান্ডের লরা ডিলেনির অ𒊎স🅰াধারণ ব্যাটিংয়ে সেটা আর হলো না। শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় পেল আইরিশরা। এই জয়ে তারা টি-টোয়েন্টিতে ০-৩ হোয়াইটওয়াশের মধুর প্রতিশোদ নিয়েছে।
সোমবার সিলেট স্টেডꦿিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ছোট স্কোর করায় হারতে হয়েছে বাংলাদেশকে ।
বাংলাদেশের ৭ উইক๊েটে ১২৩ রানের জবাবে আইরিশ নারীরা ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১২৪ রান করে।
১২৪ রানে টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করে শেষ পর্যন্ত তা ধরে রাখতে সক্ষম হয় আয়ারল্যান্ড। লরা ডিলেনি অপরাজিত ৩৬ ও এমি হান্টার ২৪ রান করেন।&nbs💝p;
বাংলাদেশের রাবেয়া খান ২টি উইকেট লাভ করেন।
আগেই সিরিজ হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। এবার হোয়াইটওয়াশ হলো তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-ট꧒োয়েন্টি ম্যাচে ১২ রানে এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।
তৃতীয় ম্যাচটা জিতে কিছুটা সꦚম্মান ফিরে পেতে চেয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু সেটা আর সম্ভব হলো না শেষ ম্যাচে হেরে গিয়ে।
বাংলাদেশের কোনো ব্যাটারই টি-টোয়েন্টি স্টাইলে খেল🔜তে পারেননি। সোবহানা মুস্তারি ৪৫ (৪৩ বল), শ🐻ারমিন আক্তার সুপ্তা ৩৪ (৩৩ বল) রান করেন। তাও আবার ওয়ানডে স্টাইলে। বাকি সব ব্যাটারই খেলেছেন টেস্ট স্টাইলে। ফলে খুব ছোট ও সহজ লক্ষ্য দেয় তারা আয়ারল্যান্ডকে।
আয়𒊎ারল্যান্ডের প্রেন্ডারগাস্ট ৪টি এবং এমি 𝄹২টি উইকেট লাভ করেন।
প্রেন্ডারগাস্ট সিরিজের সে꧑রা খেলোয়াড় নির্বাচিত হন। 🙈